চাঁপাইনবাবগঞ্জ কিসের জন্য বিখ্যাত জানুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগ অর্ন্তভুক্ত একটি অঞ্চল।এই জেলাটি কে কখনো চাঁপাই কখনো নবাবগঞ্জ বলে ডাকা হয়।ভারত মহাদেশ বিভাগের আগে এটি মালদহ জেলার একটি অংশ ছিল।চাঁপাইনবাবগঞ্জ কে আমের দেশ বলা হয়।
এই জেলায় বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয় যার ফলে একে 'আমের রাজধানী' বলা হয় এবং উৎপাদিত আম গুলো সুস্বাদু এ কারণেএকে 'আমের শহর' বলা হয় । চলুন চাঁপাইনবাবগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত জেনে নেয়া যাক ।
.
ভূমিকা
চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীর তীরে অবস্থিত।বাংলাদেশের সর্ব জেলা চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের রেশম চাঁপাইনবাবগঞ্জে। এ অঞ্চলের গানের নাম গম্ভীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত।এইখানকার আম অত্যন্ত সুস্বাদু।এছাড়া কাঁসা, নকশি কাঁথা ইত্যাদির জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা বিখ্যাত।চাঁপাইনবাবগঞ্জ নাম করণ
চাঁপাইনবাবগঞ্জ নামটি সাম্প্রীতিককালের।ইতোপূর্বে এই এলাকা 'নবাবগঞ্জ' নামে পরিচিত ছিল।চাঁপাইনবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়,প্রাক-ব্রিটিশ আমলে এ অঞ্চল ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহারভূমি এবং এর অবস্থান ছিল বর্তমান সদর জেলার দাউদপুর মৌজাই। নবাবরা তাদের পাত্র-মিত্র ওপরিষদ সহ এখানে স্বীকার করতে আসতেন বলে এই স্থানের নাম হয় নবাবগঞ্জ।বলা হয়ে থাকে যে বাংলা বিহার উড়িষ্যা নবাব সরফরাজ খাঁ (১৭৩৯-৪০ খ্রিস্টাব্দ) একবার স্বীকার করতে এসে যে স্থানটি ছাউনি ফেলেছিলেন সে জায়গার পরে নবাবগঞ্জ নামে পরিচিত হয়ে উঠে। তবে অধিকাংশ গবেষকের।
মতে,নবাব আলীবর্দী খাঁ আমলে (১৭৪০-৫৬ খ্রি)নবাবগঞ্জ নামকরণ হয়।অষ্টদশ শতকে প্রথমে ও মধ্যভাগে বর্গীয় ভয় পশ্চিমবঙ্গ থেকে লোকজন ব্যাপকভাবে এ এলাকায় এসে বসতি স্থাপনের ফলে স্থানটি এক কর্মব্যস্ত জনপদে পরিণত হয়। কার্যক্রমে নবাবগঞ্জের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে।
নবাবগঞ্জের ডাকঘর চাঁপাই গ্রামে অবস্থিত হওয়ায় নবাবগঞ্জ তখন 'চাঁপাইনবাবগঞ্জ' নামে পরিচিত হয়।ইতিহাসসূত্রের এই চাঁপাই নাম করে কোন সঠিক তথ্য পাওয়া যায় না তবে দূর কম জনশ্রুতি প্রচলিত রয়েছে ,বর্তমান নববর্ষ থেকে ৫/৬ মাইল দূরে মহেশপুর নামে একটি গ্রাম রয়েছে। নবাব আমলে এই
গ্রামে চম্পাবতী মতান্তরে 'চম্পা রানী' বা 'চম্পাবাই' নামে এক সুন্দরী বাইজি বাস করতেন। তার নিত্যের খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবদের প্রিয় পাত্রী হয়ে ওঠেন তার নাম অনুসারে এই জায়গার নাম 'চাঁপাই' হয় বলে অনেকে মনে করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রাম সংখ্যা হলো ১,২৯৪ টি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি
চাঁপাইনবাবগঞ্জের কয়েকজন উল্লেখ্যযোগ্য ব্যক্তিগণ হলেন -- গোলাম আরিফ টিপু -একুশে পদকপ্রাপ্ত
- ইলা মিত্র -উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক ব্যক্তিত্ব, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী।
- প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ -বাংলাদেশের প্রথিতযষা শিক্ষাবিদ, প্রখ্যাত বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য।
- প্রফেসর ড. রফিকুন নবী (র'নবী)-আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফাইন আর্টস এর সাবেক পরিচালক।
- আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ -বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ, আধুনিক ফটোগ্রাফির জনক, একুশে পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোক চিত্রাচার্য।
- বিচারপতি হাবিবুর রহমান শেলি-১৯৯৬ সালে তত্ত্ববোধক সরকার প্রধান উপদেষ্টা / অন্তবর্তীকালীন বাংলাদেশের সরকার প্রধান, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, মহান ভাষা আন্দোলন বীর সৈনিক, প্রথিতযশা শিক্ষাবিদ, আইনজীবী, গবেষক ও লেখক।
- মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা-একজন বাংলাদেশী শিক্ষাবিদ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে ১৯৯০ সালে মার্চ মাস থেকে ১৯৯২ সালে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন শিক্ষা কমিশনের প্রধান ছিলেন তিনি ২০০৪ সালে শিক্ষায় একুশে পদক লাভ করেন।
- প্রফেসর ড.মুহাম্মদ মিজান উদ্দিন -শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য (২০১৩-২০১৭)
- মমতাজ উদ্দিন আহমদ -নাট্যকার, বিশিষ্ট শিক্ষাবিদ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ইউনিয়ন কয়টি
চাঁপাইনবাবগঞ্জ জেলার ইউনিয়ন ৮ টি।এগুলো হলো -- আলাতুলি ইউনিয়ন
- বারঘরিয়া ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর
- মহারাজপুর ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর
- রানিহাটি ইউনিয়ন
- বালিয়াডাঙ্গা ইউনিয়ন ,চাঁপাইনবাবগঞ্জ সদর
- গোবরাতলা ইউনিয়ন
- ঝিলিম ইউনিয়ন
- অনুপনগর ইউনিয়ন
চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রাম কয়টি
চলুন চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রাম সংখ্যা জেনে নেওয়া যাক,চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রাম সংখ্যা হলো ১,২৯৪ টি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভা কয়টি
চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভা ৪ টি।এগুলো হলো -- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা
- রহনপুর পৌরসভা
- শিবগঞ্জ পৌরসভা
- নাচোল পৌরসভা
চাঁপাইনবাবগঞ্জ জেলার থানা সমূহ
চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট পাঁচটি থানা/ উপজেলা সমূহ হলো:- চাঁপাইনবাবগঞ্জ সদর
- গোমস্তাপুর
- নাচোল
- ভোলাহাট
- শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ এর বিখ্যাত খাবার
- চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যবাহী খাবার এর তালিকায় সর্বপ্রথম কালাই রুটি।
- এছাড়া শিবগঞ্জের আদি চমচম, নসিপুরের দই অন্যতম এবং আম।
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধা
- চাঁপাইনবাবগঞ্জের অধীনে থেকে নেতৃত্ব দিয়ে পাকিস্তানি পাক খানাদের বাহিনীদের সাথে মুক্তিযুদ্ধে অংশ নেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বগাঁথা অমল হয়ে আছে চাঁপাইনবাবগঞ্জ তথা বাংলাদেশের মুক্তি পাগল জনগণের হৃদয়। মহান মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ গৌরবময় সন্তান হচ্ছেন -
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর,
- বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক,
- মেজর গিয়াসউদ্দিন চৌধুরী,
- লেঃ রফিকুল ইসলাম,
- লেঃ কাইয়ুম খান।
https://www.dyinamicit.com/p/blog-page_16.html
comment url