কিওয়ার্ড কি? কিওয়ার্ড কত প্রকার? কিওয়ার্ড কিভাবে কাজ করে ?

কিওয়ার্ড কি?(What is the Keyword?)- ডিজিটাল মার্কেটিং, এসইও(SEO) ও আর্টিকেল রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কিওয়ার্ড। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করেন তারা ইতিমধ্যে কিওয়ার্ড এর বিশাল অবদান সম্পর্কে ধরণা পেয়েছেন। আর নতুনভাবে
আর্টিকেল রাইটিং শুরু করছেন তাদের জন্য কিওয়ার্ড কি সেটা জানা অত্যন্ত প্রয়োজন। কারণ আর্টিকেল রাইটিং এর মেইন ফোকাস হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি, কিওয়ার্ড কত প্রকার? কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এইসব সম্পর্কে বিস্তারিত জানতে আজকের খুব গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত পড়ুন।
.

কিওয়ার্ড কি?(What is the Keyword?) 

কিওয়ার্ড কি?(What is the Keyword): সহজ ভাষায় কিওয়ার্ড হলো এমন শব্দ বা বাক্যাংশ যা লিখে মানুষ সার্চ ইঞ্জিনে কোন কিছু খোঁজে বা সার্চ করে। ডিজিটাল মার্কেটিং এর জন্য কিওয়ার্ড খুবই গুরুত্ব বহন করে। আর্টিকেল রাইটিং এর জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে কিওয়ার্ড। একটি আর্টিকেলের
জন্য সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে কিওয়ার্ড। একটি আর্টিকেলের মূল বিষয় বর্ণনা করতে কিওয়ার্ড ব্যবহৃত হয়। আশা করি কিওয়ার্ড কি তা বুঝতে পেরেছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কিওয়ার্ড কত প্রকার, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? চলুন কিওয়ার্ড কত প্রকার ও কি কি সে সম্পর্কে বিস্তারিত জানা যাক -

কিওয়ার্ড কত প্রকার?

কিওয়ার্ড ৬ প্রকার।
১.শর্ট টেইল কিওয়ার্ড (Short-Tail keyword)
২.লং টেইল কীওয়ার্ড (Long-tail keyword)
৩.স্থানীয় কিওয়ার্ড (local keyword)
৪.ব্র্যান্ড কিওয়ার্ড ( Branded keyword)
৫.নেতিবাচক কিওয়ার্ড (Negative keyword )
৬.রিলেটেড কিওয়ার্ড ( Related keyword )

কি ওয়ার্ড এর প্রকারভেদের বিস্তারিত

১.শর্ট টেইল কিওয়ার্ড (Short-Tail keyword): শর্টটেইল কি হলো সবচেয়ে সাধারণ কিওয়ার্ড। এগুলো সাধারণত ১ থেকে ৩ টি শব্দের হয়ে থাকে। শর্ট টেইল কিওয়ার্ড গুলো রাঙ্ক করা সবচেয়ে কঠিন হয় কারণ এগুলো অনেক বিস্তৃত হয় এবং প্রতিযোগিতা অনেক বেশি হয়ে থাকে ।তবে সঠিক দর্শকদের টার্গেট করাতে লং টেইল কি ওয়ার্ডের সাথে শর্ট টেইল কিওয়ার্ড ব্যবহার করা উচিত।

২.লং টেইল কীওয়ার্ড (Long-tail keyword): লং টেইল কিওয়ার্ড গুলো এমন বাক্যাংশ যা ৩টি বা ততোধিক শব্দ নিয়ে গঠিত। এগুলো শর্ট টেইল কি ওয়ার্ডের এর তুলনায় অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্য প্রকাশ করে থাকে। মানে কিওয়ার্ড গুলো দেখলেই সার্চার এর প্রশ্ন করার কারণ সহজে বুঝা যায়।

৩.স্থানীয় কিওয়ার্ড (local keyword): স্থানীয় কিওয়ার্ডগুলো একে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় গ্রাহকদের লক্ষ্য করার জন্য ব্যবহৃত কিওয়ার্ড। এই কি ওয়ার্ডগুলোতে সাধারণত শহর, দেশ বা অঞ্চলের নাম অন্তর্ভুক্ত থাকে। স্থানীয় কিওয়ার্ডগুলো আপনাকে লোকাল মানুষের কাছে পৌঁছাতে সহায়তা করে এবং এগুলো জেনেরিক কিওয়ার্ডের চেয়ে নির্দিষ্ট ও অর্থবহ।
৪. ব্র্যান্ড কিওয়ার্ড (Branded keyword): ব্রান্ড কিওয়ার্ড হল ব্র্যান্ডের সাথে যুক্ত শব্দ বা বাক্যাংশ। যা গ্রাহকদের আপনার ব্যবসা খুঁজে পেতে সহায়তা করে।

৫. নেতিবাচক কিওয়ার্ড (Negative keyword ): নেতিবাচক কিওয়ার্ডগুলো সার্চ ইঞ্জিন বিপণন প্রচারা ভিষানে ব্যবহৃত খুঁজতে শব্দগুলো যাতে অপ্রাসঙ্গিক প্রশ্নের জন্য বিজ্ঞাপন গুলো দেখানো না হয় তা নিশ্চিত করতে। নেতিবাচক কিওয়ার্ডগুলো অবাঞ্ছিত পুলকের ফিল্টার করে খরচ কমাতে এবং ROI (বিনিয়োগের উপর রিটান) বাড়াতে সাহায্য করে। যেনম: নারীদের পোশাক।

৬.রিলেটেড কিওয়ার্ড ( Related keyword ): রিলেটেড কি ওয়ার্ড হলো এমন শব্দ বাক্যাংশ যা আপনার লক্ষ্য করা প্রাথমিক কি ওয়ার্ডের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তারা অর্থ দ্বারা সম্পর্কিত হতে পারে, যেমন সমার্থক শব্দ বা প্রসঙ্গ দ্বারা সম্পর্কিত বিষয়।

কিওয়ার্ড রিসার্চ কি?

কিওয়ার্ড রিসার্চ হচ্ছে কিওয়ার্ড কে নিয়ে রিসার্চ করা। অর্থাৎ কোন কিওয়ার্ড গুলো মানুষ গুগলে বা সার্চ ইঞ্জিলে সবচেয়ে বেশি সার্চ করে। কিওয়ার্ড রিসার্চ সহজ ভাষায় কিওয়ার্ড নিয়ে অনুসন্ধান করা যে কোন কিওয়ার্ড গুলো মানুষ গুগলে বা সার্চ ইঞ্জিলে সবচেয়ে বেশি সার্চ করে। কোন কিওয়ার্ড গুলো নিয়ে
আর্টিকেল লিখলে সেটি গুগলের র‍্যাঙ্ক করতে পারবে এমন অনুসন্ধান করা। আরো সহজ ভাষায় বলতে গেলে কিওয়ার্ড রিসার্চ হল সেসব শব্দ বাক্যাংশ খুঁজে বের করার প্রক্রিয়া যা আপনার টার্গেট অডিয়েন্স অনলাইনে তথ্য অনুসন্ধান ব্যবহার করে। ইউ আর রিসার্চের একটি সহজ টেকনিক হচ্ছে আপনি যখন

গুগলে কোনো একটি শব্দ লিখে সার্চ করতে যাবেন তখন একটু নিচে লক্ষ্য করে দেখতে পাবেন ঐ শব্দের উপর ভিত্ত করে মানুষ যেগুলো লিখে সবচেয়ে বেশি সার্চ করে সেটি দেখিয়ে দিচ্ছে। আপনি এটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করার একটি সহজ উপায় পেয়ে গেলেন। তবে শুধুমাত্র সার্চ ইঞ্জিল থেকে এমন শব্দ খুঁজে বের করাকে কিওয়ার্ড রিসার্চ বলা যায় না। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আরও অনেক

কাজ করতে হয়। যেমন: আপনি যে কি ওয়ার্ডটি নিয়ে আর্টিকেল লিখবেন সেটি নির্বাচন করে সে কিওয়ার্ড গুগলে সার্চ করার পর Tools অপশন গিয়ে সেটির ভলিউম চেক করতে হবে, ডিফিকাল্টি চেক করতে হবে, রিলিভেন্ট কিওয়ার্ড চেক করতে হবে। অর্থাৎ আপনি যে কিওয়ার্ড টার্গেট করছেনে সেই
কীওয়ার্ডটি নিয়ে কতজন লিখে সার্চ করেছে, কোন কোন ওয়েবসাইট কাজ করেছে, যাদেরআর্টিকেলগুলো google র‍্যাঙ্কিং এ প্রথম দিকে আছে তারা কিভাবে আর্টিকেল লিখছে এইসব বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হবে। এইসব এতগুলো বিষয়ের উপর অনুসন্ধান করার পর আপনাকে লিখতে হবে।

কিওয়ার্ড কিভাবে কাজ করে ?

কিওয়ার্ড কয়েকটি ধাপে কাজ করে। google এর র‍্যাঙ্কিং পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। চলুন কিওয়ার্ড কিভাবে কাজ করে সে ধাপ গুলো জানা যাক-

ক্রলিং: কোন ওয়েবসাইটে যখন নতুন পাবলিশ করা হয় তখন google এর প্রথম কাজ হচ্ছে google ক্রলার দিয়ে সেই তথ্যগুলোকে ক্রল করা। কনটেন্টটি AI জেনারেট কিনা, copy করা কিনা সবকিছু অনুসন্ধান করা।
ইনডেক্সিং: এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে ইনডেক্সিং। গুগল ক্রলার ক্রল করার পর ওয়েবসাইটের মূল বিষয়বস্তু সংগ্রহ করে এবং সেসব বিষয়বস্তু সার্চ ইঞ্জিনার ইনডেক্সে সংরক্ষণ করে। যেন পরবর্তীতে সে তথ্যগুলো রেজাল্টের প্রদর্শন করা যায় এজন্য।

সার্চ: যখন সার্চ ইঞ্জিলে কোনো কিওয়ার্ড টাইপ করা হয় তখন সার্চ ইঞ্জিন ক্রলার নামক রোবট তার নিকট ইনডেক্সে থাকা ওয়েবসাইট গুলো পুনরায় স্ক্যান করে।

র‍্যাঙ্কিং: এরপর google আমাদের সার্চের সাথে প্রাসঙ্গিক ওয়েবসাইটগুলো খুঁজে বের করে বিভিন্ন অ্যালগরিদম ফলো করে র‍্যাঙ্ক প্রদান করে থাকে।

ফলাফল : google এতকিছু চেক করার পর সবশেষে সার্চ রেজাল্টের ফলাফল গুলো প্রদর্শিত করে।

কিওয়ার্ড এভাবে কাজ করে থাকে।

কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়?

আশা করি কিওয়ার্ড সম্পর্কে আপনার অনেকটা ধারণা হয়েছে। এতক্ষন কিওয়ার্ড কিভাবে কাজ করে সে সম্পর্কে জানলাম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে কি রিসার্চ করা যায়? সাধারণত দুইটি পদ্ধতিতে কিওয়ার্ড রিসার্চ কর যায়। এগুলো হলো :

১. ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ

২. টুলস ব্যাবহার করে কিওয়ার্ড রিসার্চ

বর্তমানে যাদের ব্লগার কিংবা ওয়েবসাইট রয়েছে তারা এই দুইটি মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করে। এই পদ্ধতি গুলো ফলো করে কনটেন্ট লিখলে আর্টিকেল লিখলে আর্টিকেলটি গুগোল এ র‍্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকে। পাওয়া যায়। কীওয়ার্ড রিসার্চ করার জন্য গুগলের বেশ কয়েকটি ফ্রি কিওয়ার্ড রিসার্চ জেনারেটর রয়েছে। আবার পেইড কিওয়ার্ড রিসার্চ জেনারেটর রয়েছে। যেগুলোর মাধ্যমে কি ওয়ার্ড রিসার্চ করা যায়।এমন কিছু কিওয়ার্ড রিসার্চ টুল হচ্ছে -
  • keyword generator
  • Free Keyword Tool
  • Keyword Magic Tool
  • Free Keyword Research Tool
  • Free SEO Keyword Research tool

কিওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব

আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ওয়ার্ড একটি আর্টিকেলকে গুগলে র‍্যাঙ্ক করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর্টিকেল বা ব্লগ গুগল র‍্যাঙ্কিং এর জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে। সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে Keyword. সঠিকভাবে কিওয়ার্ড
রিসার্চ করতে পারলে আপনার আর্টিকেলটি গুগলের র‍্যাঙ্কিং সহজ হবে। সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ এই গুরুত্ব অপরিসীম। সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারলে আপনার কনটেন্টগুলো গুগলের র‍্যাঙ্ক করবে অর্থাৎ কেউ যদি আপনি যে কনটেন্ট লিখেছেন এমন করে তাহলে আপনার কনটেন্ট টি

গুগলে প্রথম সারির দিকে দেখাবে এবং আপনার একটি সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে সাহায্য করবে। আর যদি আপনি সঠিক কিওয়ার্ড নিয়ে কনটেন্ট লিখতে না পারেন তাহলে আপনার ব্লগিং ক্যারিয়ার ব্যর্থ হবে। একটি কনটেন্ট বা ব্লগের মূল সম্পদ হচ্ছে ট্রাফিক বা ভিজিটর। তাই আপনার কন্ঠে যদি ভিজিটর না থাকে তাহলে বুঝতে পারছেন লিখে কোন লাভ নেই। তাই সঠিক কিওর্য়াড রিসার্চ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য 

আজকের আর্টিকেলটিতে কিওয়ার্ড কি? কিওয়ার্ড কত প্রকার? কিওয়ার্ড কিভাবে কাজ করে?  এসব সম্পর্ক বিস্তারিত জানলাম আশা করি আপনার ভালো লেগেছে এবং উপকারে আসবে।এরকম আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। এতক্ষন সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

https://www.dyinamicit.com/p/blog-page_16.html

comment url