আর্টিকেলের মধ্যে কিভাবে পিকচার এড করবেন বা স্ক্রিনশটস টেকনিকস

আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে স্ক্রিনশটস টেকনিকস, আর্টিকেলের মধ্যে কিভাবে পিকচার স্ক্রিনশট দিতে হয়, মোবাইল ফোনে স্ক্রিনশটস নেওয়ার নিয়ম, কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার নিয়ম, স্ক্রিনশট ইডিট করার নিয়ম, গ্রামার্টিকেল এরর চেক করার নিয়ম, বাংলা বানান সংশোধন করার নিয়ম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো সাথেই থাকুন এবং পুরো আর্টিকেলটি পড়ুন।

স্ক্রিনশটস নেওয়ার সর্বপ্রথম অবশ্যই আগে মাথায় রাখতে হবে স্ক্রিনশটসটি কেমন ভাবে নিলে দেখতে ভালো লাগবে। বাংলা আর্টিকেল রাইটিং জব বা ফ্রিল্যাসিং রাইটিং করতে হলে অবশ্যই প্রফেশনাল স্ক্রিনশটস নেওয়ার নিয়ম জানতে হবে। স্ক্রিনশটস পিকচারে যেন কোন অতিরিক্ত অংশ না তা থাকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত অংশ থাকলে তা বাদ দিতে হবে। 
.

আর্টিকেলের মধ্যে কিভাবে পিকচার স্ক্রিনশট দিতে হয়

আমরা যখন কোন আর্টিকেল লিখি কিছু কিছু আর্টিকেলের ক্ষেত্রে কোনো একটি কাজ কিভাবে করতে হবে এবং ওয়েবসাইট কিভাবে যেতে হবে কোন করতে হবে কোন অপশনে ক্লিক করে ডাউনলোড করতে হবে কি ভাবে ওকে করতে হবে এবং দেবের পর কনস্টেপে যেতে হবে এসব দেখিয়ে দেওয়ার 
জন্য আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিনশট এর প্রয়োজন হয়। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে স্ক্রিনশটে প্রয়োজন হতে পারে।পোস্টের স্ক্রিনশট ব্যবহারের ক্ষেত্রে আমরা যখন স্ক্রিনশট নিয়ে থাকি তখন পুরো স্ক্রিনশট না দিয়ে প্রয়োজনে অংশটুকু কিভাবে স্ক্রিনশট দেওয়া যায় সে সম্পর্কে আজকে আপনাদের 

জানাবো। স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে এমন ভাবে স্ক্রিনশট নিতে হবে যাতে আর্টিকেলের সৌন্দর্য বাড়বে এবং যা দেখে পাঠকরা খুব সহজে বুঝতে পারবে। আমরা যদি মোবাইল ফোনে স্ক্রিনশট নিতে চাই কিংবা কম্পিউটার বা ডেক্সটপের স্ক্রিনশট নিতে চাই তাহলে নিচের নিয়ম গুলো অনুসরণ করতে পারেন।

মোবাইল ফোনে স্ক্রিনশটস নেওয়ার নিয়ম

মোবাইল ফোনে স্ক্রিনশটস নেওয়া নির্ভর করে আপনি কোন ডিভাইসটি ব্যবহার করেন। কিছু কিছু মোবাইল ফোনে Volume up button এবং Power key একসাথে চাপ দিলে স্ক্রীনশট অটোমেটিক উঠে যায়। আবার কিছু কিছু ডিভাইসে volume up, Volume down এবং Power key একসাথে চাপ দিলে 

স্ক্রিনশট উঠে। আবার কিছু কিছু ডিভাইসে তিনটা আঙ্গুল দিয়ে স্ক্রিনের উপর থেকে নিচের দিকে চাপ দিলে স্ক্রিনশট চলে আসে। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন তার উপর। এরপরেও অনেক ডিভাইসের স্ক্রিনশট নেওয়ার নিয়ম না জানা থাকে তাহলে গুগলে সার্চ করে জানতে 
পারেন। স্ক্রীনশট নেওয়ার সময় যতটুকু প্রয়োজন তার বেশি অতিরিক্ত অংশ নেওয়া হলে তা বাদ দিতে হবে। এটি খুব সহজেই করা যায় আপনার ডিভাইসের Gallery app থেকে Crop করে খুব সহজে অতিরিক্ত অংশ বাদ দেওয়া যায়।এছাড়া আপনার ডিভাইসে কিভাবে স্ক্রিনশট দিবেন সেটা আরও সহজ 

ভাবে জানতে পারবেন আপনি গুগলে সার্চ দিয়ে। বিভিন্ন ডিভাইসে বিভিন্নভাবে স্ক্রিনশট দেওয়া যায়। আপনার জন্য খুব সহজ হয় আপনার ডিভাইসটির নাম লিখে গুগলে স্ক্রিনশট দেওয়ার নিয়ম জেনে নিলে।

কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার নিয়ম

কম্পিউটার বা ডেক্সটপের স্ক্রীনশট নেওয়ার জন্য আপনি যে পেজটির স্ক্রিনশট নিবেন সেটি প্রথমে Display এর উপর রাখবেন। রাখার পরে আপনি Windows 10 বা Windows 11 যাই ব্যবহার করেন না কেন Star menu তে ক্লিক করবেন তারপর Search option এ গিয়ে Snipping tool বের করতে হবে। তারপর Mouse এর Right
button এ ক্লিক করে Play এর উপর ক্লিক করতে হবে। তাহলে Tool টি open হয়ে যাবে। তারপর সেখান থেকে New এর উপর চাপ দিতে হবে। তারপর আপনি যতটুকু অংশের স্ক্রিনশটস নিতে চান ততটুকু অংশ সিলেক্ট করতে হবে। তারপর Save button থেকে Save করতে হবে অথবা কিবোর্ডে Ctrl+S চাপ দিলে Save করার option আসবে তারপর আপনি ইচ্ছামত desktop বা যেকোনো জায়গায় সেভ করতে পারেন। এভাবে স্ক্রিনশট সেভ করা যায়। এখন প্রশ্ন হলো সেভ হয়ে গেল কিন্তু স্ক্রিনশটে যে অতিরিক্ত অংশ থাকে সেটা কি করে বাদ দিব?

স্ক্রিনশট ইডিট করার নিয়ম

স্ক্রীনশট এডিট করার জন্য আপনাকে আপনার ডেক্সটপের Photoshop apps এর মধ্যে যাওয়া লাগবে। এরপর যে স্ক্রিনশটটা নিলাম সেটা সেটা ওপেন করার জন্য কিবোর্ডের Ctrl+O একসাথে চাপ দিতে হবে তারপর সিলেক্ট করে open করতে হবে।এখন অতিরিক্ত অংশ বাদ দেওয়ার জন্য Crop tool এর ওপর 

Right click করে প্রথমে যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। তারপর Select Area মধ্যে Right Click করে Clear resio করতে হবে তাহলে আপনি আপনার ইচ্ছামত Crop করতে পারবেন। তারপর কি বোর্ড থেকে টিক চিহ্নে ক্লিক করতে হবে। তাহলে স্ক্রিনশটটি কাটা হয়ে যাবে।আপনি যদি চান আপনার 

স্ক্রিনশটটি কেউ ব্যবহার করতে পারবে না পারে সেজন্য আপনাকে আপনার স্ক্রিনশটের উপরে জল ছাপ দিতে হবে। জলছাপে আপনি আপনার নিজের নাম অথবা আপনার ওয়েবসাইট বা যে কোন কিছু লিখতে পারেন। আপনার ওয়েবসাইটের নাম লিখার জন্য আপনাকে প্রথমে Text Tool নিয়ে পিকচারের 

উপর আপনার ওয়েবসাইটের নাম লিখে দিন। জলছাপের জন্য ডান সাইডে Layears এর opacity পারসেন্টিসটি আপনার প্রয়োজন মত কমিয়ে নিন। এরপর পিকচারটি সেভ করার জন্য কি বোর্ড থেকে Ctrl+Shift+Alt+S একসাথে চাপ দিন। এইবার Save অপশন আসলে সেভ করে নিন। এরপর আপনি আপনার ইচ্ছামত যেখানে প্রয়োজন স্ক্রিনশট টি ব্যবহার করতে পারেন।

গ্রামার্টিকেল এরর চেক করার নিয়ম

আমরা যখন আমাদের ওয়েবসাইটে বা অন্য কোথাও লেখালেখি করি তখন লেখালেখির সময় অনেক ভুল করে ফেলি। এই ভুলের মধ্যে যদি আমরা কোনো গ্রামার্টিকেল বা ব্যাকরণ গত ভুল থাকি তাহলে সেগুলোকে বলা হয় গ্রামার্টিকেল এরর। গ্রামার্টিকেল এরর ইংরেজি বা বাংলা দুই ধরনের লেখায় চেক 

করা যায়। গ্রামার্টিকেল এরর ইংরেজি শব্দগুলোর জন্য খুব সহজেই চেক করা যায়। ইংরেজি লেখার সময় আর্টিকেলের মধ্যে কিংবা অন্য জায়গায় ইংরেজি শব্দটির ভুল হলে সেখানে ভুলের নিচের লাল কালার দিয়ে আন্ডারলাইন মার্ক হয়ে যায় অটোমেটিক্যালি।

শব্দগুলোর মধ্যে কোন অক্ষরটি ভুল হয়েছে সেটি আপনি যদি সহজে ধারণা করতে না পারেন, তাহলে অন অনলাইন আর করা শব্দের উপর মাউস পয়েন্ট রাইট বাটন ক্লিক করলে লোডিং ডিকশনারি উঠবে এবং সেখানে বেশ কয়েকটা সাজেশন দেওয়া হবে। সেখান থেকে আপনি সঠিক শব্দটি চয়েজ করে নিবেন। এভাবে আপনি সহজে ইংরেজি শব্দগুলো চেক করে নিতে পারবেন।

বাংলা বানান সংশোধন করার নিয়ম

আপনার যদি কম্পিউটারের বা ডেক্সটপে Avro app ইন্সটল করা থাকে, তাহলে প্রথমে আপনি Start menu ক্লিক করুন। আপনি যদি অ্যাপসটি খুঁজে না পান তাহলে সার্চ অপশনে গিয়ে avro spell cheaker লিখে সার্চ করুন। avro spell cheaker ওপেন করার পর যদি আপনি কোন কিছু লিখেন এবং Spell Checker থেকে avro spell cheaker Now এই ক্লিক করতে হবে। তাহলে আপনার ভুল লেখা গুলো সিলেক্ট হয়ে যাবে এবং অনেক সাজেশন দিবে।

মন্তব্য

আর্টিকেলটির মাধ্যমে স্ক্রিনশটস টেকনিকস, আর্টিকেলের মধ্যে কিভাবে পিকচার স্ক্রিনশট দিতে হয়, মোবাইল ফোনে স্ক্রিনশটস নেওয়ার নিয়ম, কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার নিয়ম, স্ক্রিনশট ইডিট করার নিয়ম, গ্রামার্টিকেল এরর চেক করার নিয়ম, বাংলা বানান সংশোধন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানলাম। আশা করি এইসব তথ্য জেনে উপকৃত হবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

https://www.dyinamicit.com/p/blog-page_16.html

comment url